মানুষের পুনর্জন্ম নিয়ে রয়েছে নানা মত, নানা বিশ্বাস। কেউ কেউ মানেন মৃত্যুর পর তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন। অনেক ধর্মে এ বিশ্বাস প্রতিষ্ঠিত। আমরা এ মতবাদ মানি বা না মানি, পৃথিবীতে এমন অদ্ভুত সব কাণ্ড ঘটে, যার যথাযথ ব্যাখ্যা দেয়া কঠিন। যেমন হলিউডের প্রখ্যাত অভিনেতা নিকোলাস কেজ নাকি আমেরিকার গৃহযুদ্ধের সময় ১৮৭০ সালে টেনিসি রাজ্যের ব্রিস্টল শহরে জন্ম নিয়েছিলেন।
ছবিটি দেখে যে কেউ বলবে এটা তার (কেজ) ছবি। এমনই আশ্চর্য মিল খুঁজে পাওয়া যায়। যে কেউ দেখলে বলবে এটা হলিউডের শক্তিমান অভিনেতা নিকোলাস কেজ। শুধু ছবিটি প্রায় বিবর্ণ, সাদাকালো ও ধূসর। ‘দ্য ফনাটোস’ আর্কাইভের স্বত্বাধিকারী জাঁক মোর্ড এ ছবিটি একটি পুরনো অ্যালবাম থেকে সংগ্রহ করেন।
যদিও কেজের চেহারার সঙ্গে যে ব্যক্তির এমন সাদৃশ্য আছে তার নাম উদ্ধার করা সম্ভব হয়নি। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অধিবাসী ৪৭ বছর বয়স্ক অভিনেতা নিকোলাস কেজ ‘কন এয়ার ১৯৯৭’, ‘ঘোস্ট রাইডা’র এবং ‘দ্য রক’-এর মতো অনেক বক্স অফিস সফল চলচ্চিত্রের মুখ্য অভিনেতা। জাঁক মোর্ড দাবি করেন, ১৮৭০ সালে তোলা ৪ ইঞ্চি এবং ২ দশমিক ৫ ইঞ্চি মাপের ছবিটি শতভাগ খাঁটি। পোস্টকার্ড মাপের ছবিটির জন্য জাঁক মোর্ড দাম হাঁকছেন ১০ লাখ মার্কিন ডলার। মোর্ড এ প্রসঙ্গে ঠাট্টা করে বলেন, ১৮৭০ সালের পর নিকোলাস কেজ অভিনেতা হিসেবে পুনর্জন্ম গ্রহণ করেছেন।
তার মৃত্যুর পর তিনি (কেজ) আবার পৃথিবীর অন্য কোনও প্রান্তে জন্ম নেবেন কিনা তা কেউ হলফ করে বলতে পারবে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।