আরেক আলোচিত-সমালোচিত প্লেবয় হচ্ছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ব্যক্তিগত জীবন ও আর্থিক কেলেঙ্কারি নিয়ে তিনিও কম বিতর্কের জন্ম দেননি। তার ক্ষমতার শীর্ষে ওঠার পেছনে সারকোজির সাবেক স্ত্রী সিসিলিয়ারও যথেষ্ট অবদান ও অনুপ্রেরণা রয়েছে। সারকোজি স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী থাকাকালে সিসিলিয়া তার উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। তাদের পরিণয়ের ঘটনাকেও বেশ বিচিত্রই বলা চলে।
১৯৮৪ সালে এক বিখ্যাত টিভি উপস্থাপকের সঙ্গে প্রথম বিয়ে হয়েছিল সিসিলিয়ার। শহরের তৎকালীন মেয়র হিসেবে সারকোজিও উপস্থিত ছিলেন সিসিলিয়ার বিয়েতে। বিচিত্র ব্যাপার হচ্ছে, বিয়ের সেই অনুষ্ঠানেই নাকি নববধূ সিসিলিয়ার প্রেমে পড়েন সারকোজি। বিয়ে হয়ে গেলেও সিসিলিয়াকে জীবনে পাওয়ার আশা ছাড়েননি তিনি। বিয়ের পাঁচ বছরের মাথায় সত্যি সত্যিই সারকোজির টানে স্বামীকে ডিভোর্স দিয়ে সংসার আর দুই সন্তানকে ফেলে ঘর ছাড়েন সিসিলিয়া।
তত দিনে অবশ্য সারকোজিও বিয়ে করে ফেলেছেন। কিন্তু তাতে কী? তিনিও প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে প্রেয়সীকে বিয়ে করলেন ১৯৯৭ সালে। কিন্তু এত ভাঙাগড়ার পরও সারকোজির জীবনে সিসিলিয়া একসময় হয়ে গেলেন ইতিহাস। ২০০৭ সালে সিসিলিয়াকে ডিভোর্স দিয়ে ক্ষমতাসীন অবস্থায় বিবাহ বিচ্ছেদে যাওয়া প্রথম ফরাসি প্রেসিডেন্ট হিসেবে নাম লেখান সারকোজি। এরপর নানা ঘটনা-রটনার অবসান ঘটিয়ে ২০০৮ সালের ২ ফেব্রুয়ারি বিয়ে করেন ইতালিয়ান পপগায়িকা ও সুপার মডেল কার্লা ব্রুনিকে।
এ সম্পর্ক নিয়েও নাকি চলছে দারুণ টানাপড়েন! এর বাইরেও সারকোজির বিরুদ্ধে একটি বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।