অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন,তাহার বক্ষে বেদনা অপার; অবশেষে ভিন গ্রহের প্রানীর সাথে মানুষের যোগাযোগ স্থাপিত হল...(খবরঃবিডি নিউজ ফোরটুয়েন্টি ডট কমের)।SETI(সার্চ ফর এক্সট্রা-টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স) এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন দীর্ঘ-দিন যাবৎ SETI মহাকাশে বুদ্ধিমান প্রানীর সন্ধানে রেডিও এবং এক্স-রে সিগনাল পাঠিয়ে আসছিল...কিন্তু কোন আশানরুপ ফল মিলছিল না...কিছুদিন আগে তাদের এক কর্মকর্তা বিটিভির স্যাটেলাইট সম্প্রচারের সময় রাত দশটার ইংরেজি সংবাদ দেখেন(উল্লেখ্য এইটা বিটিভির আটটার বাংলা সংবাদের ইংরেজি ভার্সন)...সেইখানে উন্নয়নের জোয়ার-ভাটা দেখে তার মনে ভাবের উদয় হয়...এই রকম আশ্চর্যজনক একটা শান্তির দেশ দেখে হয়তো ভিন-গ্রহের প্রানীরা যোগাযোগের আগ্রহ দেখাতে পারে...যেই ভাবা সেই কাজ...ফলে টেরিস্ট্রিয়াল সম্প্রচারের পাশাপাশি স্যাটেলাইট সম্প্রচারেরও গন্ডি ছাড়িয়ে প্রথম টেলিভিশন চ্যানেল হিসাবে বিটিভির এক্সট্রা-টেরিস্ট্রিয়াল সম্প্রচার শুরু হয়...আশ্চর্যের বিষয় কয়েকদিনের ভিতরেই ভিনগ্রহের প্রানীদের মাঝে এ নিয়ে ব্যপক উতসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়...ফলে SETI প্রথমবারের মত মাহাজাগতিক প্রানীর কাছ থেকে সিগনাল পায়।তারা এই শান্তির দেশ সম্পর্কে ব্যপক আগ্রহ দেখায়।ফলে দ্বিতীয় চ্যানেল হিসাবে এটিএন বাংলার এক্সট্রা-টেরিস্ট্রিয়াল সম্প্রচার হয়...সেখানে ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান দেখে ভিন-গ্রহের প্রানীদের বাংলাদেশের মানুষের ধৈর্য্য সম্পর্কে সুস্পষ্ট ধারনা তৈরি হয়...তাছাড়া আরো কিছু চ্যানেলের সম্প্রচারে তারা দেখতে পায় গর্তবহুল চলার অযোগ্য রাস্তায় কিভাবে গাড়ি চলছে...এতে করে তারা বাংলাদেশের প্রযুক্তিগত উতকর্ষ সম্পর্কে উচ্চমানের ধারনা পোষন করে...তাই সরেজমিনে পর্যবেক্ষন করার জন্য বাংলাদেশে তারা একটি পর্যবেক্ষক দল পাঠায়...তারা যখন আসবে তখন বাংলাদেশে রাত থাকার কথা এবং সেখান থেকে বিশেষ ধরনের আলো জ্বেলে সিগনাল পাঠানোর কথা ছিল...কিন্তু সেই সময়ে বাংলাদেশে লোডশেডিং থাকায় গোটা দেশ অন্ধকার ছিল...এই অবস্থায় তারা চীনের একটি মোবাইল ফোনের প্রজেক্টর ফোনের আলোয় বিভ্রান্ত হয়ে চীনের উপর চলে আসে।ফলে চীন UFO (আনয়াইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট) দেখার দাবী জানায়।এদিকে এলিয়েনরাও বুঝতে পারে তারা ভুল যায়গায় চলে এসেছে...লোডশেডিং অব্যাহত থাকায় বাংলাদেশ না দেখেই তাদের ফিরে যেতে হয়... সম্প্রতি বাংলাদেশে ঈদ উপলক্ষ্যে প্রচারিত “আনন্দমেলা” সহ কয়েকটি অনুষ্ঠানের প্রতি তারা আগ্রহ প্রকাশ করেছে...অনুষ্ঠানগুলো নিম্নে দেয়া হলো- ১)ঈদ আনন্দমেলা ২)ঈদ উপলক্ষ্যে ইভা রহমানের একক সঙ-গীতানুষ্ঠান ৩)বিটিভির আলোচনা অনুষ্ঠান “উন্নয়নের জোয়ার-ভাটা” ৪)ঈদের বিশেষ বাংলা ছায়াছবি “গোলাপি এখন টয়লেটে” ৫)ঈদের বিশেষ বাংলা ছায়াছবি “ছাকিপ খানের বদনা” ৬)বিটিভির উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান সুর-লহরী ৭)মন্ত্রী-এমপি-সাংসদ-রাজনীতিবিদ অভিনীত যে-কোন কমেডি শো তথ্যসূত্রঃ বিডি-নিউজ ফোরটুয়েন্টি ডট কম এই লেখার সকল চরিত্র-স্থান-কাল কাল্পনিক...বাস্তব কিংবা অবাস্তবের সাথে এর মিল পাওয়া গেলে লেখক দায়ী নহে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।