এলিয়েন
আমার ভালবাসার পারদে কোন ওঠানামা নেই- বেকারত্বের শৃঙ্খলে যদিও আমি আষ্টেপৃষ্ঠে বাঁধা নই তবুও আমি ততটাই নির্বিকার, যতটা তুমি প্রসাধনে সুন্দর। আমার হৃদয়ের চারপাশে নিঃশর্ত কাঁচের বলয়, তুমি ইচ্ছে করলেই ছুঁতে পারো তবে তোমার নাজুক স্পর্শে আমি এতোটুকু কেঁপে উঠিনা। এ্যাকুরিয়ামের মাছের মতোই আমি দিব্বি সাঁতার কাটি ব্যর্থতার শৈবাল সাগরে। কারো কঠিন আঘাতে ভেঙ্গে টুকরো হবো তেমন আয়তনে সমৃদ্ধ নয় মনের বাসনা। বরং নমনীয় প্রত্যাখানে যদি রমণীয় জৌলুস ধারণ করতে পারো হৃদয়ে তবে বরণীয় করে রাখবো আমার প্রাপ্তির ক্ষুদ্রকায় ভান্ডার।
বিলিয়ে দেবার মতো ভালবাসা সঞ্চয়ে নেই, তবুও অতটা কাঙ্গাল হয়তো নই। যদি কোনদিন কেউ নির্ভরতার দাবী করে এসে বলে- একটু আশ্রয় হবে? ফেরাতে পারবোনা হয়তো। লাল গোলাপের চাহিদা আমার কখনোই ছিলনা, রক্তাক্ত হৃদয়ের চেয়ে ফুলের লালিমা আর কতটুকুইবা উজ্জ্বল হবে! আর যদি নক্ষত্রের কথা বলো- তবে মহাকাশ পাড়ি দেবো, খসে পরা তারা হবো, আকাশের বিশালতায় উল্কার মতো হারিয়ে যাবো- কোথাও খুঁজে পাবেনা। হৃদয়ের কৃষ্ণগহ্বরে কারো অস্তিত্ব কখনো ছিল কী ছিলনা কে জানবে? মনে করো সত্যিকারের ভালবাসা এক “এলিয়েন”, উড়ন্ত সসারে যার অলক্ষ্য বিচরণ। কেউ কেউ কদাচিৎ তার দেখা পায়, আর যে পায় সে কখনোই অন্যকে বিশ্বাস করানোর প্রয়োজন বোধ করেনা।
তুমি আমি গ্রহবাসী হয়ে সেই অধরা ভালবাসাকেই খুঁজতে থাকি- যদি বিশ্বাস থাকে তবে ভালবাসা এলিয়েন হলেও একদিন তার দেখা মিলবেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।