কোন একদিন হয়তো আমরা
এসব কিছু বলবো না
যা বলছি...
শুধু সাইবার কোডে
নিমগ্ন আমার মগজ
গ্রাফিক্সের নির্বিকল্প পাখিরা
এনিমেশনে মগ্ন ডানার উড়ালে,
আমাদের পড়শী শুধু এলিয়েন।
আহা!রে পড়শী এলিয়েন মেয়ে
এসো না হয়ে যাক
যা হয়নি কোনদিন-
আমাদের ভালবাসাবাসি।
আমাদের এই নদীর প্রবাহ
সেই সুদূর দুনিয়ায়-
সফটওয়ারের নির্দেশ মেনে চলছে
আমরা জলের বুকে ছায়া না দেখে
ডিস্কের মসৃণে প্রতিবিম্বিত।
আহা!রে পড়শী এলিয়েন ভবঘুরে
এসো না ডুব দিই
কোন একদিনের সেই
সুদূর গহনে।
আমরা হয়তো মনিটরের আকাশ
দেখতে গিয়ে বিগত পোড়া
আকাশ দেখে ফেলছি
অথবা কাছের ভস্ম পৃথিবী।
আহা!রে পড়শী এলিয়েন
সসার ঘুরছে মগজের
বিস্মৃত দুনিয়ায়।
কোন এক রাতে জোছনাকে
ব্রাউজ করে হয়তো দেখছি
দুপুর রোদের গল্প
আর হেঁটে যায় রোবট শিশুরা মাঠে।
অথবা দেখছি স্পিলবার্গের মনুষ্য মায়ের কোলে
চাঁদ দেখতে দেখতে ঘুমোচ্ছে ই.টি-এর ছেলে মেয়েরা
দেখছি জন্মের মৌন বৃষ্টি নামছে
মৃত্যুহীন জানালার গৃহে...গৃহে...
****** ২০০০ সালে শুন্যদশকের ১ম পত্রিকা কালনেত্রে এর ১ম সঙ্খাতে ছাপা হয় এই কবিতা। এটি সম্ভবত আমার ছাপা হওয়া ৩য় কি ৪র্থ কবিতা। হঠাৎ কালনেত্র এর পুরোন সঙ্খা দেখতে গিয়ে লেখাটা চোখে পড়লে স্বভাবত নস্টালজিক হয়ে গেলাম।
আর মনে হল শেয়ার করি। সময় নির্দয় সেনাপতি
নতুন নতুন সাম্রাজ্য জয় করা ছাড়া যার আর কোন কাম নায়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।