- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
সমুদ্রের জলে আমি থুতু ফেলেছিলাম
কেউ দেখেনি, কেউ টের পায়নি
প্রবল ঢেউ-এর মাথায় ফেনার মধ্যে
মিশে গিয়েছিলো আমার থুতু
তবু আমার লজ্জা হয়, এতোদিন পর আমি শুনতে পাই
সমুদ্রের অভিশাপ।
["আশ্চর্য! তুমি সমুদ্রে থুতু ফেললে- ছিঃ।
এতো বিশাল একটা জিনিসের গায়ে তুমি থুতু ফেলতে পারলে?"
"সমুদ্র তো আমাদের দেবতা না। ওর গায়ে থুতু ফেললে কিছু যায় আসে না। "
"অবশ্যই সমুদ্রের কিছু যায় আসে না।
সমুদ্রের কথা আমি ভাবছি না। আমি তোমার কথা ভাবছি। তুমি কোন মানসিকতায় এটা পারলে?"
"মুখে থুতু এসেছিলো ফেলে দিয়েছি। এর বেশি কিছু না। "]
-একজন মায়াবতী
হুমায়ূন আহমেদ
[ইটালিক]কবিতাখানা কার লেখা আমি জানি না।
উপন্যাসে ছিলো। [/ইটালিক]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।