শাফিক আফতাব-------- আমি আমার দাদার দাদার নাম জানি তার পূর্বে আর জানিনা। এই যে আমি, না হয়, আমার নাতির নাতি আমাকে চিনলো, তার পরে কে আমার নাম মনে রাখবে? এই পৃথিবী থেকে একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবো না আমি ? তাহলে আজকের এই সুদঘুষ উৎকোচ আমার দস্যুতার বদলে পাওয়া অর্থ, কিংবা চুরি চামারি, ডাকাতি টেন্ডার লুণ্ঠন আর অপাত্রে প্রজনন বিপণন, এইসব নাকি সাপ আর বিচ্চু হয়ে দংশন করবে আমাকে ; তাহলে কেনো আমি এই অখাদ্যগুলো খেলাম ? যারা আমাকে চিনবেই না তাদের জন্য কেনো গোলা ভরালাম ? ১৯.০৩.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।