আমাদের কথা খুঁজে নিন

   

আমারও যে ছিল একমুঠো জল

চিল দুই ডানা ভরে বিকালের শেষ আলোটুকু, উড়ে যায় কবির সেই সব দুখুনিয়া চিল । হায় চিল! সুদূর সেই সব বিকালের চিল! তোমরা এখনও নিশ্চয় আগের মত, অন্য কারও বিকালের আলোটুকু নিয়ে উড়াল দাও? সাঁঝের আঁধার নামিয়ে নিয়ে আসো? তোমরা তো জানতে, মেয়েটিকে সাঁঝের আগেই ফিরতে হোত! তোমরা তো জানতে, তবে কেন এমন অন্ধকার নামিয়ে আনলে? আমারও যে ছিল একমুঠো জল আজলা ভরা জল মেঘ হয়ে- ভেসে পড়ে আকাশে, ডানাহীন চোখে মেঘের ছায়া, হেসে উঠে হারিয়ে যায়। আমার বলতে ইচ্ছে করে,- আমাকে নাও! কিন্তু আমি বলিনা। কারন আমার চোখে ছায়া মেঘ বাসা বেঁধেছে, অতীতের চোখ ফেটে, সেই মেঘ জল হয়ে ঝর্ণা নামে, আমারও যে ছিল একমুঠো জল... সে তোমার চোখ, প্রিয়তম! সিঁদুর রাঙ্গা এক গোধূলি সাক্ষী রেখে, একদিন খুব মিলিয়ে যাব নীলিমায়, একদিন খুব মিশে যাব বৃক্ষের একাকী অপেক্ষায়, একদিন খুব হয়ে যাব রোদ্দুর, একদিন খুব বয়ে যাব খেয়ালী জলেদের সাথে, একদিন খুব ধুলো হব ভবঘুরে পথের, পায়ে পায়ে জড়িয়ে হয়ে যাব নিরুদ্দেশ। সেইদিন যদি পিছু ফিরে চাইতেই হয় কোন মায়ায়, তবে সে তোমার চোখ, প্রিয়তম! সে তোমার কাজল মেঘাকুল চোখ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।