ভীষণ ইচ্ছে করে ভিজি নতুন ঝিরঝির বৃস্টিতে
আর প্রথম কদমের সুবাসে দেহ-মন মাততে
নবজাতক ভোরের মত উদীত হতে
ইচ্ছে করে, ইচ্ছে করে, ভীষণ ইচ্ছে করে।
তোমারও কি ইচ্ছে করে জড়াজড়ি করে হাত
ভিজে ভিজে একাকার হতে
প্রথম শীতের কাটার মত ছমছমে শরীরে
জড়িয়ে উষ্ণতা নিতে !
তবু অহল্যা রাত আসে নিবিড় বুকে
সব উষ্ণতার খরা হয়ে
শ্রাবণের ডমরু মেঘ বুকে গুর ,গুর
গর্জন তোলে বিরামহীন
ঝরে বৃস্টি , ঝরে মনের ক্ষয়
তোমারও কি তেমন হয় এতদিনে !
সুমিস্ট রাতের আতর মেখে কি আসেনা
বর্ষার মত শীতল কাপন তুলে তুলে
কে যেন আসেনা আমার নিদ্রাহীন ঘরে
পাশে বসেনা, হাসেনা , নিবিড় আলিঙ্গনে স্পর্শ করেনা
চুল, নখ , চোখ , পাপড়ি আহা !
তোমারও কি এমন শূন্যতা জাগে ।
তীব্র খরায় ভীষন ইচ্ছে করে ,ভিজি বহুকাল পরে
যেন কোনদিন ভেজা হয়নি , তেমনই তৃষ্ণা নিয়ে
পোয়াতি মেঘের ক্ষরণে সিক্ত হতে , ইচ্ছে করে ।
এম জসীম উদ্দীন
১২.৭.০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।