আমাদের কথা খুঁজে নিন

   

আমারও আছে পাঁচ

আমার আবোল তাবোল

1.আমি ভাবের সাথে সবখানে একা আসাযাওয়া করলেও কেউ জানেনা যে আমি আসলে কোন রাসতাই চিনিনা।কি দরকার..রিক্সা,বাসই আমাকে জায়গা মত নিয়ে যায়। 2.আমার ধারনা হয় বুঝি আচার খেলেই মেয়েদের বাচ্চা হয়,কারন টিভির সিনেমা নাটকে কোন মেয়ে আচার খেলেই সুসংবাদ ছিল।তাই কেউ মেরেও আমাকে আচার খাওয়াতে পারতোনা। 3.আমার স্কুল,কলেজ,ভার্সিটি এবং সব সারের বাসা ,কোচিং কোনটাই আমার বাসা থেকে 10টাকা রিক্সাভাড়ার বেশি ছিলনা।বাসে চড়াছিল হাতেগনা,আজ আটমাস হলো প্রতিদিন সুন্দর বাসেচড়ে ধানমন্ডি থেকে উওরা চলে আসি আফিসে। 4.ঢাকাইয়া মেয়ে হয়েও খাস ঢাকাইয়া কথা বলতে পারিনা ওর মতন। 5.আমার পাঁচ থাকলে কি হবে আমার ডান হাতে রয়েছে ছটি আঙুল।আমাকে সবাই তাই লাকি বললেও আমি মটেও লাকি নই,কারন আমার সবচেয়ে প্রিয় মানুষটার জন্য কিছু করতে পারিনা আমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।