আমাদের কথা খুঁজে নিন

   

আমারও তো বয়স হচ্ছে....

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

দিন গুলো চলছে পুরো এক্সপ্রেস এর গতি আর রাত গুলো মালবাহী ট্রেন । খুব অস্থির লাগে এই রাতে, মনে হয় সিগন্যালে আটকে আছি ; পার হচ্ছে মালবাহী কোন এক সম্বুক গতির ট্রেন । শৈশবের অংক শেখার মতোই গুনে যাই ১-২-৩..... বগির শেষ নাই ।

হাসফাস লাগে , দম বন্ধ হয়ে আসে । কখন পার হবো সিগন্যাল ? সিগন্যালে সিগন্যালে চলে যায় দিন । রাস্তা বেরুলেই হলো এক সিগন্যালে এক প্রহর ; তিন সিগন্যালেই কেটে যায় দিন । কোন কাজ হয়ে হঠে না । এককাজেই চলে যায় দিনের আলো ।

রাতের আলোয় ম্লান হয়ে যায় দিনের ব্যস্ততা । ঝিমুতে শুরু করি আর অপেক্ষায় কবে আসবে সুদিন ? সুদিন আসে না । আসবে না । কেন জানি না । যেমন এক এক সরকার বদলে কখনওই আসে না ভালো সরকার ; জনগনের সরকার ।

আসে সেই একই সরকার । সে যেন শুধুই সরকার । এযেন বাবুরাম সাপুরের সেই সরকার ? কবে আসবে জনগনের সরকার ?? তাই ভালো লাগে না । ভালো থাকি না । থাকি কেমন তন্দ্রায় কিংবা ঘোরে ।

চেতনে কিংবা অবচেতনে । ঠিক বন্ধ্যাত্ব পেয়ে বসেছে । মাঝে মাঝে চমকে উঠি; ভাবি- আমারও তো তবে বয়স হচ্ছে ....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।