কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... আসন্ন মন মহন সিংয়ের বাংলাদেশ সফরে বেশ কিছু গুরুত্বপুর্ণ সমস্যার পুর্নাঙ্গ পরিসমাপ্তি ঘটবে বলে আমি খুব আশাবাদি। বাংলাদেশের নাগরিকত্ব আইনে ডুয়েল সিটিজিন শিপ গ্রহনযোগ্য । এই রকম একটি আইন ভারতীয় পার্লামেন্টে পাশ হয়ে গেলে সমাধান হয়ে যেতে পারে বাংলাদেশ ভারতের ১১১(একশত এগারো )টি ছিটমহলের প্রায় ৫০০০০(পঞ্চাশ) হাজার অধীবাসীর নাগরিক সমস্যা। তারা দুই দেশের নাগরিকত্ব গ্রহন/বহন করতে পারে। অথবা যার যার সুবিধা মত একটি রেখে , একটি পরিহার করতে পারে।
আমি খুব আশাবাদী দুই দেশের রাষ্ট্রীয় প্রধানের বিবেচনায়, যদি একটি একটি করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয় । তাহলে দীর্ঘদিন জীয়ে রাখা সমস্যাগুলো সমাধান করে দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরো জোড়ালো হতে পারে।
ভারতের সাথে তার পার্শবর্তী দেশ নেপালের যে সম্পর্ক বিদ্যমান তার কিছু নমুনা যদি আমাদের সাথে ভারতীয় উর্ধতন মহল বিবেচনায় নেয় । তাহলে বাংলাদেশ অনেক উপকৃত হতে পারে। তাছাড়া ভারতে অনেক দেশের অনেক নাগরিক বৈধ অবৈধ উপায়ে বসবাস করছে ।
সেই খানে বাংলাদেশীদের তালিকা একেবারে কম নয় । জীবিকার তাগিদে কাজের খোঁজে অনেক বাংলাদেশী অবৈধ ভাবে ভারতে ঢুকে পড়তে পারে। আমাদের পার্শবর্তী দেশে কাজের যাওয়ার এবং নাগরিকত্ব পাওয়া ঐতিহাসিক ভাবে স্বীকৃত । তাছাড়া পৃথিবীতে এমন অনেক আঞ্চলিক সহযোগিতা বিদ্যমান আছে, যার মধ্যে এক দেশ থেকে অন্য দেশে কাজের জন্যে যাওয়া অনুমিত। ইউরোপিও ইউনিয়ন ভুক্ত রাষ্ট্রে এমন নজীর দেখা যায়।
ছিটমহল বাসী ৫০০০০ হাজার অধীবাসী দুই দেশের আনুপাতিক হিসাবে হয়ত ২৫০০০হাজারের মতো হবে। সময় এবং সুযোগ সিদ্ধান্তের। উপকৃত হবে দুইটি দেশ । মানবতাবোধ থেকে এই ছিটমহল বাসিদের পরিত্রান দেয়ার সময় এসেছে বলে ধরে নিতে পারি। একজন মানুষ দুই দেশের নাগরিকত্ব গ্রহন করতেই পারে।
সারা বিশ্বে এমন অনেক প্রমান পাওয়াযাবে যারা দুই দেশের নাগরিক। আমাদের এই সংখ্যা সেই তুলনায় অনেক কম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।