আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরগঞ্জে দু’ই গ্রুপের মধ্যে দাফায় দফায় সংঘর্ষ :আহত ৪

একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন নিজস্ব সংবাদদাতা, সুন্দরগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জ সরকার পাড়া যুব সংসদ ও পাঠাগারের একটি ব্যানারকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে দু’ই গ্রুপের মধ্যে সৃষ্ট সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এ নিয়ে হামলা পাল্টা হামলার ঘটনায় পৌর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এ দিকে ছাত্রলীগ দোষীতের শাস্তির দাবীতে থানা ভবন ঘেরাও করে। জানা গেছে, সুন্দরগঞ্জ পৌর শহরের ৪নং ওয়ার্ডের সরকার পাড়া যুব সংসদ ও পাঠাগারের ব্যানার ঝুলানোকে কেন্দ্র করে জুয়েল ও শামীমের মাঝে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে পপেল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ককে শারীরিক ভাবে লাঞ্চিত করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁেধ।

সংঘর্ষে পপেল, লাঠু, শামীমসহ ৪ জন আহত হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পপেলকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে দোষীদের শাস্তির দাবীতে ছাত্রলীগ সন্ধ্যায় উপজেলার প্রধান প্রধান প্রধান সড়কে মিছিল শেষে থানা ভবন ঘেরাও করে। জুয়েল তার দলবল নিয়ে পাল্টা মিছিল বের করলে পৌর শহরে থমথমে অবস্থার সৃষ্টি হয়। এক পর্যায়ে আবারও সংঘর্ষের সৃষ্টি হলে সুন্দরগঞ্জ পূর্ব সিনেমা হলের ব্যাপক ক্ষতি হয়।

এ ঘটনায় পৌর শহরে থানা পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।