গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌথবাহিনীর সঙ্গে জামায়াত-বিএনপির সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিন আজ সোমবার দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল রবিবার সকালে উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের মেছনিরজান ব্রিজ এলাকায় সড়কের পাশের গাছ কেটে রাখে ১৮ দলের নেতাকর্মীরা। এ নিয়ে আজ সোমবার দুপুরে আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে জামায়াত-বিএনপির বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যৌথবাহিনীর সদস্যরা অর্ধশতাধিক রাউন্ড শটগানের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় তিন পুলিশ সদস্যসহ ১২ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।