আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরগঞ্জে নদীর পানি বৃদ্ধি ২০ হাজার মানুষ পানিবন্দি


উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও গত ৪ দিন ধরে বৃষ্টির কারণে সুন্দরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানি A¯ব্যাপকvfভাবে বৃদ্ধি পেয়েছে। পানি বন্দী হয়ে পড়েছে ৬ ইউনিয়নের ২০ হাজার মানুষ। খাবার পানির উৎস গুলো পানির নীচে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানীয়-জলের সংকটসহ চিকিৎসা সেবা বঞ্চিত মানুষ জন সীমাহীন দূভোর্গে পড়েছেন। সরকারিভাবে ত্রানসামগ্রী না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছে। এদিকে গবাদীপশু খাদ্য সংকট, সুচিকিৎসার অভাবে হাজার হাজার গবাদীপশু-পাখির জীবন বিপন্ন প্রায়। উপজেলার হরিপুর ইউনিয়নের চরচরিতা বাড়ী, কানিচরিতা বাড়ী, পাড়াসাদুয়া, মাদারীপাড়া, চর-মাদারীপাড়া, উজান তেওড়া, রাঘোব, ডাংগার চরসহ, গোটা ইউনিয়ন এখন পানির নীচে। এছাড়া বেলকা ইউনিয়নের এক তৃতীয়াংশ অঞ্চল, তারাপুরের অর্ধেক অঞ্চল চন্ডিপুর ইউনিয়নের বোচাগাড়ীসহ অংশ বিশেষ ও কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া, পোড়ারচর, উজান বুড়াইল, ভাটিবুড়াইল, বাদামের চর, কাজিয়ার চর ও কঞ্চিবাড়ি ইউনিয়নের অংশ বিশেষ মিলে ২০ হাজার মানুষ তিস্তা ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি A¯vwevf বৃদ্ধি পাওযায় পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে গত বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুল আজম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। দূর্গত মানুষের জন্য সরকারী ভাবে ১০ মেঃ টন চাল বরাদ্দ দেয় হয়।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।