আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দল সংগঠিত হচ্ছে

একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন

গাইবান্ধার সুন্দরগঞ্জে আল্লাহর দলের সদস্যরা আবার সংগঠিত হয়ে উঠছে। ২০০৮ সালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) উপজেলার সীচা বাজারে বিশেষ অভিযান চালিয়ে ৪ জন আল্লাহর দলের সদস্যকে গ্রেফতারের পর বাকিরা সাময়িক ভাবে গা ঢাকা দিয়েছিল। কিন্তু দীর্ঘদিন পর আবার তারা সংগঠিত হতে দাওয়াতি কার্যক্রম শুরু করেছে। থানা পুলিশ, এলাকাবাসী ও অনুসন্ধানে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জের ১৫টি ইউনিয়নের মধ্যে বেলকা, চন্ডিপুর, হরিপুর, তারাপুর, কাপাসিয়া, শ্রীপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়ন নদী ভাঙ্গন ও বন্যায় প্রতিবছর ক্ষতিগ্রস্থ হয়। তাই এসব এলাকার পরিবার গুলোর মাঝে সারা বছর অভাব লেগেই থাকে।

এ সুযোগে জঙ্গি সংগঠন গুলো অভাবী, ইসলাম প্রিয় মানুষ ও মাদ্রসার ছাত্রদের তার্গেট করছে। তারা অর্থসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের দলে ভীড়াচ্ছে। আল্লারহর দলের সক্রিয় সদস্যরা দাওয়াতি কার্যক্রম পরিচালিত করার সময় ওই সকল মানুষের সামনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিষোদগার করছে। তারা নিজেদের কোন দলের নয়, আল্লাহর দলের সদস্য হিসেবে দাবী করছে। তাদের দলে এসে কাজ করলে কারো দয়ায় চলতে হবে না বলেও জানাচ্ছে।

আল্লাহ তাদের সংসার চালানোর ব্যবস্থা করে দিবেন। তাই অভাবের তাড়নায় ধর্মভীরু মানুষ গুলো জিহাদের জন্য তাদের জঙ্গি কার্যক্রমে অংশ নিচ্ছেন। এ কাজে তাদের প্রশিক্ষনের জন্য দুর্গম চরাঞ্চলকেই বেছে নেয়া হচ্ছে। চরাঞ্চলে অস্থায়ী ক্যাম্প তৈরী করে অত্যন্ত গোপনে তাদের দলে ভিড়ানো মানুষদের প্রশিক্ষন দিচ্ছে। এ বিষয়ে উপজেলার বিভিন্ন এলাকার একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, বিগত বছর গুলোতে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে জেএমবি কার্যক্রমে অংশহনের অভিযোগে বেশ কিছু সদস্য গ্রেফতার হয়েছিল।

তারাই পরবর্তীতে নতুন করে তৈরীকৃত বিভিন্ন দলে বিভিক্ত হয়ে জঙ্গি কার্যক্রম সংগঠিত করছে। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সুন্দরগঞ্জে আল্লাহর দলের সদস্য আছে স্বীকার করে বলেন, এর আগে র‌্যাব কয়েকজনকে গ্রেফতারও করেছে। তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলাও রয়েছে। এ ব্যাপারে জঙ্গি সংগঠনের সাথে জড়িত বেশ কিছু ব্যক্তির নামের তালিকা তৈরী করা হচ্ছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।