আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরগঞ্জে আচরণ বিধি লংঘন ।। ৫ প্রার্থীর ২২০০ টাকা জরিমানা

একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে আচরন বিধি লংঘনের দায়ে ভ্রাম্যমান আদালত শনিবার ৫ প্রার্থীর ২ হাজার ২শ টাকা জরিমানা করেছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুল আজম নির্বাচন আচরণ বিধি লংঘনের দায়ে ১২ নং কঞ্চিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শামছুজ্জামান মিজানের ১ হাজার টাকা এবং ১৪ নং ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী রহিমা খাতুন, সদস্য খয়বার হোসেন, মোস্তাফিজার রহমান ও জয়নাল আবেদীনের ৩শ টাকা করে জরিমানা করেছেন। অপরদিকে গত শুক্রবার উপজেলার তারাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোজাফ্ফর বসুনীয়া (ফুটবল) ৭ শতাধিক কর্মী সমর্থক নিয়ে মিছিল করেছে বলে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ করেছেন। অভিযোগকারী প্রার্থীরা মিছিলের সিডি ও ক্যামেরা বন্দি ছবি উপজেলা নির্বাহী কর্মকর্তার শামছুল আজমের নিকট হস্তান্তর করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুল আজম জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আরো খবর পড়তে ক্লিক করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।