আমাদের কথা খুঁজে নিন

   

আমাগো দেশে আন্না হাজারে আইলোরে..........

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... দেহেন বেডায় কিমুন ডরাইতাছে............ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে হত্যার জন্য নতুন করে ক্ষেত্র সৃষ্টি করা হচ্ছে। আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ ওই সভার আয়োজন করে। অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক বলেন, দেশে কিছু পত্রিকা আন্না হাজারে খুঁজছে। যারা এক-এগারো ঘটিয়েছিল, তারাই আন্না হাজারে।

তিনি বলেন, বিভিন্ন সময়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। সে চেষ্টা এখনো অব্যাহত আছে। যেকোনো সময় সুযোগ পেলে তাঁকে হত্যা করা হতে পারে। কিছু পত্রিকা, কিছু টেলিভিশন চ্যানেল বিশেষ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে দলের সঙ্গে সরকারের মধ্যে বিভেদ ও দূরত্ব সৃষ্টির চেষ্টা চলছে।

কারণ তারা জানে, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করা যাবে না। তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত হননি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রমুখ বক্তব্য দেন। কিছু পত্রিকা আন্না হাজারে খুঁজছে: আশরাফ আমি চাই বাংলাদেশে একটা আন্না হাজারে আসুক....আপনারা কি কন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.