আমাদের কথা খুঁজে নিন

   

একেলা লিডারী

নাজমুল ইসলাম মকবুল একেলা লিডারী (প্যারডী গান) নাজমুল ইসলাম মকবুল আমি দালালও বিহনেগো, চামচা বিহনেগো একেলা লিডারী করতে পারিনা। । নির্বাচনের কালে মিঠা কথা বলে সালাম দিয়ে গলায় ধরে ছাড়িনা ছাড়িনা। । বাবা চাচা ডেকে কাছে মাথা রেখে হাত বুলানো ফুঁ দেওয়ানোর করি বাহানা।

। নির্বাচনের পরে গেলে আমার ঘরে হেসে হেসে বলি তোমায় চিনিনা চিনিনা। । লুটে পুটে দেশটা খাওয়ার করি চেষ্টা সামনে পেলে কোন কিছু ছাড়িতে যে পারিনা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।