আমাদের কথা খুঁজে নিন

   

একেলা - ১ (এটা কোন কবিতা নয়)

বরফ জমেছে কপালে।

মাঝ রাত, জেগে আছি, ঘুম চোখে আসেনা ঘুমপাখি, উড়ে গেছে, নীড়ে আর ফেরে না। কেন গেছে, কোথা গেছে, কিযে তার বেদনা, সেই জানে, আর ও জানে, আর কেউ জানেনা। পাটক্ষেত, কাছে টানে, আর টানে, নীল ঢেউ বাতাসেতে, খোলা চুলে, কাছে টানে, আরও কেউ। এত টান, তবু দূর, কতো দূর, জানি না কিযে ভাষা, কিযে দেশ, আপনার কেউ না। পরবাসী, পরদেশী, দুয়ে দুই, মেলে না বরফের, দূর দেশে, আজও তাই, একেলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।