আমাদের কথা খুঁজে নিন

   

একেলা মাঝি

আহসান জামান

আকাশ আমার বন্ধু জেনো বাতাস এলোমেলো, দু'চোখ ভরে জল এলো অই; কাঁপছে থরথর। জানালা গলে রোদ হেসেছে উড়ছে হাওয়ায় আঁচল। মনপাখি তুই উড়াল দিবি খুলেছি খাঁচার খিল। পায়ে বাঁধি নুপুরবেড়ী বাজছে মাদলপুরী। রাঙা ঠোঁটে হাসলি মাতাল পরানপুরের হাট। পান্থপথিক শ্রান্তচরন যায় পেরিরে যায়। দ্বিধার সুরে হাতছানি ডাক আড়ালচোখে দেখি; তেপান্তরের শূন্যঘাটে একেলা মাঝি আমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।