ব্লগার কুষ্টিয়ার পাখির সাথে আমার পরিচয় এই সামহোয়ারইনেই। তার এই পোস্টে তিনি অনুরোধ করেছিলেন ব্লাড চেয়ে। বাচ্চা একটা ছেলে, বয়স ৫ বছর। নিজের শরীর শ্বেতকণিকা উৎপন্ন করতে পারে না তাই বাইরে থেকে রক্ত দিতে হয়। বাচ্চার বাবার সাথে কথা হলো।
তিনি পেশায় মসজিদের ইমাম। কুরআনে হাফেয হওয়ার কারনে এই রমযান মাসে তারাবি পড়ান। ছেলেকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছিলো। সেখানে দেড়-দু'লাখ টাকা খরচ হয়েছে। সপ্তায় সপ্তায় ২ ব্যাগ রক্ত থেকে ১ ব্যাগ শ্বেতকণিকা নিয়ে দিতে হয়।
এই রোগের সম্ভাব্য চিকিৎসা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন। আমাদের দেশে হওয়ার কথা না এবং অনেক ব্যয়বহুলও বটে।
যাইহোক, রক্ত দিলাম। আমার সাথে আরো রক্ত দিলেন ওনারই মসজিদের মুয়াজ্জিন মামুন। মামুন ভাইয়ের সাথেও কথা হল।
উনিও বেশ হাসিখুসি মানুষ। বললেন রোজা রেখে ব্লাড দিতে কোন সমস্যা নাই...
শেষ হইয়াও হইলোনা শেষ: যদিও আমি কোনরূপ শারীরিক দূর্বলতা অনুভব করি নাই, এবং রোজা ভংগের কোন কারন আমি ঘটাই নাই, তথাপি নিজেই নিজের কাছে প্রশ্ন করি, আমার রোজা সহীহ ভাবে আদায় হইছে তো???
অপ্রাসংগিক কথা: গতবছর এই দিনে শতাধিক মানুষকে প্রভার ভিডিওর লিংক ই-মেইলে দিছিলাম। এই বছর রক্তদান করে কিছুটা হলেও সওয়াবের ঘাটতি পূরণ করতে পারলাম মনে হয়......
শেষ কথা:
[কোনরূপ ব্লগীয় ক্যাচাল বা বিতর্ক সৃষ্টির জন্যে পোস্ট দেই নাই]
[আল্লাহর সন্তুষ্টির জন্যে রোজা রাখছি]
[আল্লাহর সন্তুষ্টির জন্যে ব্লাড দিছি...]
আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হউক, জগতের সকল প্রাণী সুখী হউক
বোনাস ম্যাটেরিয়াল: আল-কোরআনের বাংলা অনুবাদ, ৫ ওয়াক্ত ফরজ নামাযের বাংলা অনুবাদ পাবেন এই ওয়েবসাইটে। সবই কিন্তু ছন্দায়িত আকারে অর্থাৎ কবিতার মতো আবৃত্তি করা হয়েছে। যাদের কাছে কনসেপ্টটা নতুন তারা শুনে দেখতে পারেন।
আশাকরি খারাপ লাগবেনা।
ডাউনলোডস থেকে এই সবই এমপিথ্রি ফর্মেটে ডাউনলোড করে নিতে পারবেন। আরো পাবেন পূর্নাংগ ৩০ পারা "ছন্দোবদ্ধ বাংলা কোরআন"
এর পিডিএফ ফাইল মাত্র ৪ মেগাবাইট।
http://www.divinewisdomsociety.com ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।