হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।
সারাটা দিন না খেয়ে রাখেন রোজা
খুত-পিপাসায় কষ্ট পাওয়া, নয়কো সোজা
তবে থাকলে পরে খোদার ভয়
রোজা রাখা সহজ হয়!
দিনের বেলা খাইনা মোরা রোজার মাসে
আল্লাহ পাকের নিষেধ টা যে সামনে আসে।
তবে রোজার পরে মহান খোদার আদেশ গুলি
পূরো মাসের ট্রেনিং নিয়েও কেমনে ভুলি?
নেব শিখে রোজার মাসে জীবন চলার নিয়ম যত,
সারা জীবন চলব মেনে, বাধা যদিও আসে শত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।