আমাদের কথা খুঁজে নিন

   

শুন্য থেকে বিন্দু // তাপস ঠাকুর __________তাপস ঠাকুরের আরেকটি গীতিকবিতা

কবি তাপস ঠাকুর শুন্য থেকে বিন্দু, কেমন করে হলে ? কত সাধনায় এমন মানব জনম মেলে ? আমি নিজ গুনেই শুণ্য থেকে বিন্দু। লড়াই করে জিতেছি, এই ভব সিন্ধু, এখন মুক্ত হব কালে। কত সাধনায় এমন মানব জনম মেলে ? বড় ত্বপস্যা ! এই মানব ত্বরী। কালের সাধনায় তারে, ধন্য করি। নইলে মুক্তি কোন কালে ? কত সাধনায় এমন মানব জনম মেলে ? না চিনিলে- গুরু রতন, মণিহারা ফণীর মতন, অসার এই মানব জনম, আর কী পাবে কালে ? কত সাধনায় এমন মানব জনম মেলে ?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।