আমাদের কথা খুঁজে নিন

   

অধরা, আমি বর্ণহীন হয়েছিলাম তোমার উত্তাপে

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে অধরা, আমি বর্ণহীন হয়েছিলাম তোমার উত্তাপে _____________________________ একদিন জলের ডগায় বসেছিলাম আমি আর অধরা... অগনিত বাতাসের ছুটে চলার পথে বাধা হয়ে দাড়িয়েছিলাম সবুজ আমি ও অধরা, হঠাৎই জলকম্পনে অস্থিরতা শুরু হয়েছিলো, সমস্ত জলে ঢেউ খেলে ছুটে চলেছিলো বাতাস..... তখন অধরা আমাকে জড়িয়ে ধরেছিলো নির্দিধায় ওম ওম অনুভবে, আমিও যেন এক সুপ্ত উত্তাপে বায়বীয় হয়ে ভাসতে থাকলাম জলের ও শূন্যের পরে, অধরা, আমি বর্ণহীন হয়েছিলাম তোমার উত্তাপে। সেদিন জল ও শূন্যেরা আদতেই বিবর্ণ হয়েছিলো তোমার উত্তাপে.... সবুজ ও জলের রং খুব দ্রুত অরং ধারন করেছিলো, আমার অনুভবে চারপাশটা ছিলো মিশ্র ও আত্মিক, শুধু অনুভবে ছিলে তুমি। যে বাতাস এসেছিলো আমাদের প্রণয়কালে তারতো জানবার কথা ছিলোনা, একদিন সত্যই সবুজ হয়ে যাবে মৃতরুপ আর জলের ভাঙ্গনে তল ছুয়ে যাবে উত্তপ্ত বালি, সে বাতাস শুধুই ছিলো প্রণয়ের, যে কিনা আমাদের ভালোবাসা জনিত দানাগুলোকে বয়ে নিয়ে চলে গিয়েছিলো অসিম প্রান্তরে, ছেয়ে গিয়েছিলো রোগ হয়ে কোনায় কোনায় এবং আজও তা মিশে আছে। আজও তোমার আত্মা ধরে বসে থাকে আবেগ, তোমার দেহ থাকা না থাকায় তাইতো কিছু আসে যায়না, তোমার উত্তাপে এখনও জেগে আছে মরুভুমি , যেখানে তোমাকে ছুয়ে আসা বাতাস উত্তাপ ছাড়া কিছুতে বাধা পায়না, অধরা আমিও আছি সেখানে, আটকে আছি মরুবালির প্রতিটা গুপ্তকক্ষে , তোমার সেই উত্তাপে বহুঅংশ হয়ে, আমি আছি তোমাকে ছুয়ে আসা পরবর্তী কোন শীতলতার অপেক্ষায়, অদুরবর্তীসময়ে যেখানে আবার প্রণয় জেগে যায়।। ____________________________ _________বাকী অরিন্দম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।