আমাদের কথা খুঁজে নিন

   

মরার পরে সবায় হিরো হিরোইন হয়ে যায় কেন?

আমরা যেহেতু একি পদের প্রার্থী ও প্রতিদন্দিঃ আমি জানি তুমি বেশ দক্ষ কিন্তু কৌশলগত কারনে আমি তোমার প্রশংসা করতে পারছিনা। / তুই অর্ধদক্ষ অথবা অদক্ষ তাহলে এমনিতেই আমি তোর থেকে এই পদের বেশী হকদার। হক কথা! আর কেউ কি নিজের দুর্বলতা বলে বেরায়? না, তার জন্যেতো প্রতিদন্দি আছেই। প্রতিটি ভাবনাই এখানে নৈতিকতা শুন্য। ---প্রতিদন্দি মারা যাওয়ার পরেঃ তিনি দূরদর্শী ও দেশপ্রেমিক একজন নেতা ছিলেন।

আজ আর তোমার প্রশংসায় গলায় তেতুল ঝাজ তুলে দিতে সমস্যা নেই কারন আজ আমিই কাঙ্খিত পদে সমাসীন বা দুদিন বাদেই হবো। ব্যাপারটা সম্পূর্ণ প্রতারনা নয়কি?--------------------------------------নেতাগন প্রতারনা করে যাচ্ছে হয়তো চালিয়ে যাবে কিন্তু ম্যাঙ্গ পিউপলও কম আজব নয় যেমনঃ বেনজির ভুটটো ক্ষমতায় থাকতে আসিফ আলি জারদারি দুর্নীতির মাদ্ধমে ধন সম্পদের পাহার গড়ে তুলেন। আজ বেনজির ভুটটো গত হয়েছেন তাকে আমরা দক্ষিন এশিয়ার গণতন্ত্রের মানস কন্যা বলতে আর দিধা করছিনা। -------------------------- মানুষ মারা গেলেই কি হথাত করে মেধাবী, দেশপ্রেমিক ও দূরদর্শী হয়ে যায়?---------------------------মতিয়া চৌধুরী বলেছিলেন বংবন্ধুর চামড়া দিয়ে জনতা ডুগডুগি বাজাবে। শেখ হাসিনা ১৯৯৬ এর নির্বাচনী প্রচারনায় বলেছিলেন আমি আমার বাবার কৃতকর্মের জন্যে ক্ষমা প্রার্থী।

আজ হাসিনা বঙ্গবন্ধু কে মানুষের মনে নয় টাকায় টাকায় ছড়িয়ে দিয়ে তারেকের মানি ব্যাগে পর্যন্ত বঙ্গবন্ধুকে পুস করে ছারবে। খালেদা জিয়ার হাত ধরে তার এতিম সন্তান দেশ উঝার করে দিলেন, তিনি গত হলে আমরা বলবো নেত্রি মহান ছিলেন। রেখে গেছেন তার স্বারক হিসবে একজন যোগ্য উত্তরসূরি যেমন বেনজির রেখে গেছেন আসিফ আলিকে তার প্রতিনিধি হিসেবে। জনগণ জারদারির মূল্যায়নও করেছে কারন আম জনতা হল পাকা জহুরী আবার হয়তো তারেককে রত্ন হিসেবে সামনে চিনতে ভুল করবেনা। শেখ রেহানা ও তার পরিবার নাকি এখন লালে লাল শাহজালাল।

নিন্দা ছড়িয়ে যাচ্ছে। কিন্তু তিনি গত হলে আমরাই তার সৃতিচারনে বাধভাঙ্গা আবেগে আপলুত হবো। এই আত্নপ্রতারনার কারন কি? ---------------------------আমি জানি আমার ভাবনা গুলো বড়ই এলোমেলো কিন্তু তার উত্তর গুলো আরও বড় চঞ্চল এই লুকোচুরির খেলায় ওরা কখনই ধরা দিতে চায়না! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।