আমাদের কথা খুঁজে নিন

   

বেনসন সিগারেট এক পিস ৭ ট্যাকা

আধা-নরমাল জগতের বসবাসকারী পরজীবি আজীব জীব বেনসন সিগারেটের দাম পর পর ১ টাকা করে বেড়ে এখন ৭ টাকায় এল। দেশে ধূমপানকারীদের সংখ্যা কমানোর উদ্দেশ্যে সরকার সিগারেটের উপর কর বৃদ্ধি করেছে। এই দারুন একটি পদক্ষেপের জন্য সরকারকে অনেক ধন্যবাদ। কিন্তু শুধুমাত্র ১ টাকা কর বৃদ্ধি করেই কি ধূমপায়ীদের সংখ্যা কমানো সম্ভব? আমারতো মনে হয় সম্ভব না। শুধু অকারণে গরীবে-ধুমপায়ীদের গালাগাল শুনতে হয়েছে সরকারকে।

কিন্তু যারা সিগারেট টানার তারা টানছেই। আমি গত সপ্তাহে কয়েক প্যাকেট মালেশিয়ান বেনসন ব্রান্ডের সিগারেট চুরি করি। আসলে চুরি করা বলতে চুরি করা নয়, এক নয়া মালেশিয়া ফেরত চাচা থেকে নিয়ে নিয়েছি তার অজান্তে। সিগারেট এমন একজিনিস যেটা চুরি করলে গুনাহ হবার কথা না, উলটা সাওয়াব পাওয়া যায়। সিগারেট সম্পর্কে আমার ধারণা ভিন্ন ধরণের তবে অনেকের মতই।

কেউ যদি বলে, এত সিগারেট খেলেতো অকালে মারা যাব। আমার কথা হল, সিগারেট না খেলে যে অকালে মরবনা তার কোনো গুয়ারেন্টি কি আছে? যাই হোক, পরে যখন চুরি করা সিগারেটের প্যাকেটের গায়ে খেয়াল করলাম তখন বুক ধড়াক করে উঠল। সিগারেটের গায়ে এক নেক ক্যান্সার রুগীর গলার ছবি দেয়া আছে। কি যে বিভৎস ব্যাপার বলে বুঝানো সম্ভব না। তাই নিচে ছবি দিলাম।

যদিও এটা আমার তোলা ছবি নয়। আমার প্যাকেটটা এক গাধার বাচ্চা ছিড়ে ফেলেছে। নেট থেকে সার্চ করে নিচের ছবিটা পেলাম। এখানে ছয়টি সিগারেটের প্যাকেটের মধ্যে সর্বশেষটিতে যেই ছবি আছে সেটাই আমার বেন্সনের প্যাকেটে ছিল। ২ টাকা বেশির কারণে কেউ সিগারেট খাওয়া কমাবেনা।

যারা প্রো-স্মোকার তারা আরো ১০ টাকা বাড়ালেও টানবে। তবে সিগারেটের গায়ে যদি এরকম কোনো অকর্ষণীয় ছবির ব্যবস্থা করার জন্য সরকার আদেশ জারী করত তাহলে ধূমপায়ীদের একবার বুক ধরাক হলেও করত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.