যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
দোকানীর কাছ থেকে সিগারেট নিলাম, কিন্তু ফিল্টার রয়ে গেল তার হাতেই। মুখে ফিল্টারের অনুভবের বদলে টোবাকোর স্পর্শ, ধুরো মিয়া বইলা ঝাড়ি দিতে গিয়ে দেখি দোকানী অন্য দিকে তাকিয়ে ফিল্টার বাগিয়ে আছে, সে জানেই না যে সিগারেট দ্বিখন্ডিত। ভাবলাম এটা আমার দোষ।
কিন্তু আবারও ঘটলো ঘন্টাখানেক পরে একই ঘটনা। এবার একটু খচখচ করলেও মেনে নিলাম।
কিন্তু তৃতীয়বারেও একই ঘটনা। এবার থাকা যায় না। ব্রিটিশ আম্রিকান টোবাকোর গুষ্টি উদ্ধার করে কতক্ষণ বাংলা গালি ঝাড়লাম।
গালিতে কাজ হলো না। একই ঘটনা এরপরেও ঘটেছে।
দোকানীও বললো এমন ঘটনা প্রায়ই হচ্ছে।
তারমানে বৃটিশআম্রিকানরা পুরা একটা চালান বের করেছে ফিল্টার লুজ। ভাবছি ৩ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।