হিউমর হীন দের প্রবেশ নিষেধ! শনিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে বেনসন ধরালাম। ১০ টাকা বাড়িয়ে দিতেই ২ টাকার নোট ফেরত আসার কথা নরমালি কিন্তু আসলো একটা প্রান মিল্ক ক্যান্ডি ! জিজ্ঞেস করতেই সিগারেট বিক্রেতা বলে এখন দাম নাকি ৯ টাকা- ১ টাকা ভাংতি নাই তাই এজ ইউজালি চকলেট আর মুখস্ত কারনঃ 'বাজেট' । বেচলর এই লাইফে সাধ-আল্লাদ বলতে অবশিষ্ট ছিল এই শখ করে বিড়ি ধরানো। সেটাও মনে হচ্ছে অনেকের সহ্য হয় না। সারা ঢাকা ব্যাপী বেনসনের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আর ধুমপায়ী সমাজের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে ঘৃনা প্রকাশ, নিন্দা জ্ঞাপন ইত্যাদি করলাম। ওরা আমাদের মুখের খাবার কাইরা নিতে চায় !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।