হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল
ক্রিকেটের কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ অনেকটাই পরিচিতি পেয়েছে। অর্থাত বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। আর সেই প্রতিনিধি দলের ক্যাপ্টেন হলো আশরাফুল।
আমরা টেলিভিশনে যখন বাংলাদেশের প্রতিনিধি আশরাফুলকে ইংরেজি বলতে দেখি তখন স্বভাবতই মনে হয়, এই তাহলে বাংলাদেশ!
আশরাফুল ভালো মানের ক্রিকেটার সন্দেহ নেই। আশরাফুলসহ অন্যদের ক্রিকেট খেলা শেখানোর জন্য বিরাট অঙ্কের টাকা দিয়ে কোচ রাখা হয়। কিন্তু এর পাশাপাশি ইংরেজি শেখানোর জন্য সামান্য কয়টা টাকা খরচ করে একজন টিচার রেখে ইংরেজি শেখানোর ব্যবস্থা কি কর্তৃপক্ষ করতে পারে না! তার ইংরেজি বলতে না পারার এ লজ্জা কি ক্রিকেট বোর্ডেরও নয়? এ ব্যাপারে আপনাদের মন্তব্য জানতে চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।