আমাদের কথা খুঁজে নিন

   

মাশরাফি আবার অধিনায়ক



বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব আবারো ফিরে পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। জুলাইয়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরে ১৫ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন তিনি। সাকিব আল হাসান সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচক কমিটি। বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বোর্ডের এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। সোমবার ক্রিকইনফোকে তিনি বলেন, "হাঁটুর চোট সেরে যাওয়ার পর মাশরাফি অধিনায়কত্ব ফিরে পাবেন কিনা, এ ব্যাপারে সব সময়ই একটা বিতর্ক ছিল।

" ২০০৯ সালের জুলাইয়ে কিংস্টনে বাংলাদেশের স্মরণীয় জয়ের সেই ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে মাত্র ছয় ওভার তিন বল করতে পেরেছিল মাশরাফি। খালেদ মাহমুদ বলেন, "সাকিবকে অধিনায়ক করার আগে নির্বাচক কমিটি সব সময়ই বলেছে মাশরাফি সুস্থ হলে তাকে আবারো দলনায়কের দায়িত্ব দেয়া হবে। " তিনি আরো বলেন, "আমি জানি না এটা ঠিক না ভুল সিদ্ধান্ত। তবে সাকিবের জন্য এটা মেনে নেয়া কঠিন হবে। বিশেষ করে, সা�প্রতিক সময়ে তার 'পারফরমেন্স' খুব ভালো।

নেতৃত্বও উপভোগ করছিল ও। '' তবে নাম প্রকাশে অনিচ্ছুক ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, সাকিবের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সফরের শেষ দিকে সাকিব জাতীয় দল ছেড়ে যোগ দেবেন কাউন্টি দল ওরস্টারশায়ারে। বাংলাদেশ এই সফরে ইংল্যান্ডের সঙ্গে তিনটি, আয়ারল্যান্ডের সঙ্গে দু'টি, নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ডের সঙ্গে একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে। ৩ জুলাই কাউন্টি দল এসেক্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু হবে মাশরাফি বিন মর্তুজাদের সফর।

ক্রিকেট দল বুধবার সকালে ঢাকা ছাড়বে। দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকি, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, ফয়সাল হোসেন, জহুরুল ইসলাম, রুবেল হোসেন, সফিউল ইসলাম, নাজমুল হোসেন, আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।