নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই চারুলতা সন্ধ্যাবেলায় আগুন মাসে তাড়িয়ে ছাগল সূর্য গগন ফিরছে বাড়ি ছুটতে গিয়ে বিলের সড়ক নতুন চটি পড়ল খসে রূপোর বিলে একটি পাটি সিন্ডারেলা চারুল মেয়ে দুই বেণী চুল ফুটতে ভাত মসুরি ডাল দুপুর গড়ায় সজনে গাছে জোড়া শালিক ডাকল বুঝি কাঠঠোকরা কুড়াল ঠোকে জারুল গাছে চারুদেবী সুই সুতোতে নকশী কাঁথায় তুলতে পারে টগর ফুল সুতী পাখায় সুরের চাবি হার্মোনিয়াম দিদি তো নেই শর্ষে ক্ষেতে ছুটছে একটি উদোম শিশু সখের আয়না কাজল চোখে চারুবালা পিঠে বানায় মায়ের সঙ্গে রাত্রি জেগে উষ্ণ কাঁথায় চারুবালার শীত কাটে না হুহু করে বাতাস আসে বেড়ার ফাঁকে রূপশ্রী মুখ ঘাটের কাঠে শ্যাওলা জমে বয়স পেরোয় উনো-আশি ত্বকের ভাঁজে দাদীমা কাশছে রাতে পানির তৃষায় বাইরে বেরোয় চারুমেয়ে কলসি কাঁখে চারুলতা রাত্রি ফেরত রাত পোহালো একই গানে বন কাকলী সকাল আনে সবুজ পেরে তাঁতের শাড়ী রঙিন ফিতে ওসব পেলে সুখ ঢোলকে বাদ্য বাজে --- ড্রাফট ১.২ --- পেছন বাড়ি বকুল লুটায় ম্লান হেসে মসলা ঘ্রাণে হাতের আদর কোলের আচল গাঁথে মালা মন উদাসী সুদূর দেশে ঝাপসা চোখে বাদামী গাল মুখের আদল মায়ের ডাকে বিষম খেয়ে সুইয়ের ফোটা দৌড়ে যেতে কোলের বকুল মেঝের উপর উঠোন জুড়ে ধানখেকোদের পেছন ছোটা লুটোপুটি আলতা পায়ে রূপোর নুপূর চারুলতা আছে এমন মোদের গ্রামে সরল মনে সুখ বুনেছে নকশি কাঁথায় ক্রোশ দূরে হাঁটের চালায় অনেক দামে আলোর হাসি পাবে না যে কিনতে সেথায়। (ত্রাতুলের মন্তব্য থেকে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।