মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।
বাংলাদেশেকে এবং এদেশের রাজনীতিকে জানতে হলে, বুঝতে হলে শেরে বাংলা এ কে ফজলুল হককে জানতে হয়। কেননা বাংলাদেশের অতীত মানেই শেরে বাংলা এ কে ফজলুল হক। উনিশ শতকের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ও সংস্কৃতির অপূর্ব সমন্বয় ঘটিয়েছিলেন তিনি।
প্রায় সাত দশকের মত সময় ধরে তিনি এদেশের মানুষের জন্য রাজনীতি করেছেন।
এই দীর্ঘ সময়ে তিনি নানা চড়াই-উৎরাইয়ের মধ্যদিয়ে স্বীয় আদর্শ- দর্শন অনুসারে অটল ছিলেন। এজন্য বার বার তাঁকে নানা বাধা-বিগ্ন অতিক্রম করে হয়েছে। কোথাও তিনি আপোষ করেননি। এদেশের ইতিহাস ও তাঁর জীবন আলাদা করা সম্ভব নয়। তিনি হলেন বাংলার অবিস্মরণীয় নেতা।
এ বাংলার মানুষ তাঁকে কখনো ভুলবে না।
শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের জন্ম ১৮৭৩ সালে ২৬ অক্টোবর। বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে। পিতা কাজী মুহম্মদ ওয়াজেদ এবং মাতা সাইদুন্নেসা খাতুন। তিনি পিতা-মাতার একমাত্র সন্তান।
১৯৬২ সালের ২৭ এপ্রিল তিনি মারা যান।
শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকঃ বাংলার অবিস্মরণীয় কিংবদন্তি নেতা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।