আমাদের কথা খুঁজে নিন

   

ফজলুল বারী -------------- মানুষ কত জঘন্য হয়

আমার পরিচিত অনেকেই বলে আমার সাথে নাকি মানুষের চেয়ে জানোয়ারের মিল বেশী। তাই দয়া করে কেউ আমার কাছ থেকে মানুষের ব্যাবহার আশা করবেননা। হেফাজতের বাবু নগরীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট এক ডাক্তারের সঙ্গে কথা বলছিলাম। আমাকে বললেন তার উচ্চমাত্রার ডায়াবেটিস অনেকদিন থেকে। এমন রোগীদের খাওয়াদাওয়ায় যেসব সতর্কতা দরকার, তা তার ছিলোনা! ভুনা গরুর মাংস, দুধের সর তথা মালাই তার বিশেষ পছন্দ! যা তার মাত্রার একজন ডায়াবেটিসের রোগীর জন্য খুবই বিপদজ্জনক! কিন্তু তিনি এসবে সতর্ক ছিলেন না! ফ্রি খাওয়াদাওয়া পেলে যা হয় আর কী!! তিনি এসব ইচ্ছামতো খেতেন আর খেদমতকারী মাদ্রাসা ছাত্ররা তার ইনসুলিন সহ ওষুধপত্রের দেখভাল করতেন! এমন একজন বাবু নগরী গ্রেফতার হবার পর তার সঙ্গে খেদমতকারীদল ছিলোনাতো! তাই নিয়মিত ইনসুলিন সহ ওষুধপত্রের ব্যতিক্রমে তার পায়ের অবস্থার গুরুতর অবনতি হয়।

ইনসুলিন সহ ওষুধপত্র নিয়মত না নিলে এ ধরনের আর দশজন রোগীর ক্ষেত্রে যা ঘটে তাই ঘটেছে। এ ধরনের রোগীর পা পচে রক্ত বেরুতে থাকে। বাবু নগরীরও বেলায়ও তা ঘটেছে! এখন যদি তার পা রক্ষা করা যায় সেটিই হবে সবচেয়ে বড় খবর। কারন জীবন বাঁচাতে বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের রোগীর পা কেটে ফেলতে হয়। এই ডাক্তার বলেন রিমান্ডে নির্যাতনের কোন চিহ্ন তারা বাবু নগরীর শরীরে পাননি বা বাবু নগরীও এমন কিছু তাদের বলেননি।

ফ্রম শাহবাগ সাইবার যুদ্ধ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.