আমাদের কথা খুঁজে নিন

   

শেরে বাংলা এ কে এম ফজলুল হকের ৪৯ তম মৃত্যুবার্ষিকী



আজ ২৭ এপ্রিল বাংলার বাঘ শেরে বাংলা এ.কে . এম ফজলুল হকের ৪৯ তম তম মৃত্যু বার্ষিকী । এই বাংলাদেশর স্বাধীনতা দেখে যেতে পারেন নি কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা ভিত্তি স্থাপকদের অন্যতম হলেন এই বাংলার বাঘ। ১৮৮৭ সালের ২৬ অক্টোবর বর্তমান ঝালকাঠির বাকেরগজ্ঞ জন্মগ্রহন করেন তিনি। আর ৮৯ বছর বয়সে ১৯৬২ সালের এ্ই দিনে এই দুনিয়া থেকে চির বিদায় নেন এই মহা মানব। সংক্ষেপে তার জীবন বৃত্তান্ত ৪৪৪৪৪৪৪৪৪৪৪ জন্মঃ ২৬অক্টোবর ১৮৮৭ , সাটুরিয়ার বাকেরগজ্ঞ জেলায় (বর্তমান ঝালকাঠি) তার নানার বাড়ীতে।

পৈত্রিক বাড়ীঃ বাকের গজ্ঞের চাখার গ্রামে। পিতাঃ মোহাম্মদ ওয়াজেদ। (বরিশাল বারের সুখ্যাত আইনজীবি) মাতাঃসৈয়দেন্নেসা খাতুন। ১৮৯০ সালঃ এনট্রাস পাস। ১৮৮২ সালঃ কলকাতা কলেজ থেকে বিএ পাশ।

( ত্রিপল অনার্স ঃ রসায়ণ, পনিত , পদার্থ বিজ্ঞান) ১৮৯৬ সাল ঃ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গনিতে এম এ পাশ। ১৮৯৭ সাল ঃ ইউনিভার্সিটি ল কলেজ, কলকাতা থেকে বিএল ডিগ্রি লাভ। ১৯০৩-১৯০৪ সাল ঃ রাজচন্দ্র কলেজে অধ্যপনা। ১৯০৬ সাল ঃ ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান। ১৯০৬ সাল ৩০ ডিসেম্বর ঃ মুসলিম লীগের মাধ্যমে রাজনীতিতে যোগদান।

১৯১৩ সালঃ অভিবক্ত বাংলার মুসলিম লীগের সেক্রেটারী নিযুক্ত। ১৯১৬-১৯২১ সালঃ অল ইন্ডিয়া মুসলিম লীগের সভাপতি। ১৯১৮ সালঃ অল ইন্ডিয়া মুসলিম লীগের দিল্লী সেশনের সেক্রেটারী। ১৯১৮-১৯১৯ সালঃ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেক্রেটারী। ১৯২৯ সাল ঃ প্রজা পার্টি নামে দল গঠন।

১৯৩৭ সাল ঃ সম্মিলিত মুসলিম পার্টির ব্যানারে নির্বাচন। ৩৯টি আসন লাভ। ১৯৩৭-১৯৪৩ সালঃ অভিবক্ত বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন। ২৩মার্চ ১৯৪০ সালঃ দ্বিজতিতও্ববাদ বা লাহোর প্রস্তাব উপস্থাপন । ১৯৪৭ সাল ঃ ঢাকায় স্থয়ী ভাবে বসবাস শুরু।

২৭ জুলাই ১৯৪৭ সাল ঃ কৃষক শ্রমিক দল প্রতিষ্ঠা করেন। মাও .আঃ হামিদ খান ভাসানী ও সোরওয়ার্দী সাথে যুক্তফ্রন্ট গঠন। ১৯৫৪ সালঃ নির্বাচনে অংশগ্রহন। ও প্রধানমন্ত্রী নির্বাচিত। ১৯৫৮ সাল ঃ রাজনীতি থেকে অবসর গ্রহন।

১৯৬২ সাল ২৭ এপ্রিল ঃ ৮৯ বছর বয়সে ইন্তেকাল ও শিশু একাডেমী পশ্চিম পাশে চির নিদ্রায় শায়িত। বইঃ understanding the Muslim mind ঃঃঃ ১লা বৈশাখের সরকারী ছুটি ঘোষনা। অবদানঃ ইডেন কলেজ, কলকাতা ইসলামিয়া কলেজ, আদিনা ফজলুল হক কলেজ, তেজগাও এগ্রিকালচার কলেজ(বর্তমান কৃষি বিশ্ববিদ্যালয়) বাংলা একাডেমী , ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিস্ঠায় ভূমিকা পালন। বাংলার বাঘ নামে খ্যাত এই মহানঅগ্র প্রথিক আমাদের সকলের মাঝে চির স্বরনীয় হয়ে থাকবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.