www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি" মূলত ফকির লালন শাহ্, হাছন রাজা ও শাহ আবদুল করিমের সাতটি গানের রিমেক নিয়ে সাজানো হয়েছে 'সমর্পন' এ্যালবামটি... এ অ্যালবামে স্থান পাওয়া সাতটি গানের মধ্যে তিনটি করে মোট ছয়টি গান রিমেক করেছে ব্যান্ড ওয়ারফেজ এবং অর্থহীন। আর বাকি একটি গান করেছেন হাবিব... গানগুলোর কথা ও সুর ঠিক রেখে আধুনিক এবং রক মিউজিকে সাজানো হয়েছে সমর্পন অ্যালবামটি প্রিয় ব্যান্ড ওয়ারফেইজের ট্রাকগুলো রিলিজের দিনই মিউজিক স্টেশনে ফেললাম, সত্যি বলতে ওয়ারফেইজভোকাল মিজান বাউল সম্রাট লালনের গানগুলোকে অন্য মাত্রা দিয়েছে,এটা আমর সম্পূর্ন নিজস্ব মতামত....ওর গলার কিছু কাজ রীতিমত অবাক করেছে আমাকে,কিছু টানেও ছিলো জাত শিল্পীর ছোঁয়া যা একজন পরিপূর্ন ভোকালেরই থাকে.... ওয়ারফেইজের ট্রাকগুলো হলো: *আরশীনগর *জাত গেলো জাত গেলো *খাঁচার ভিতর অচিন পাখি.. সেই সাথে অন্য এক প্রিয় ব্যান্ড অর্থহীনের সুমনের কথাও না বললেই নয়...অসাধারন গায়কী সবাইকে মুগ্ধ করবে নিঃসন্দেহে... অর্থহীনের ট্রেকগুলো হলো: *মাটির পিঞ্জিরা *একদিন তোর হইব রে স্মরণ, *লোকে বলে বলে রে, আর বাকি একটি গান হাবীব করেছেন... হাবীবের কন্ঠে পাবেন: *কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ডাউনলোড লিংকুসহ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।