মোঃ খোরশেদুল আলম কোন কোন দিন বাস্তবতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাই ঘুমেরঘোরে হারিয়ে তখনো আমার দেহে যুদ্ধ হয়, দেহ দেহকে পরাস্ত করে আমাকেই করে দূর্বল। আমি ফিরে আসতে চাইনা বাস্তবে অথচ কয়েক ঘন্টা পর পর হাজির হই ফিলিং ষ্টেশনে ডানাওয়ালা বলাকার মতো, বড় বড় হা করে থাকে আমাকে শক্তি দিবে বলে। কোন বাঁধা মানে না আজন্ম চির ক্ষুধর্থ এ পেট তোমার ভালবাসা পেতে গিয়েই বুঝেছি ভালোবাসারও পেট আছে, শুধু প্রয়োজন খাদ্য। আমি বাস্তবতায় ফিরে আসতে চাইনা তবু মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রনায় নিজেই হয়ে যাই বেহুস সব মনে হয় তুচ্ছ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।