আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বর তুমি নেমে এসো

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে। জেনো তুমি,আমি হাটি এই পথে ঈশ্বর তুমি নেমে এসো নেমে এসো এই সবুজ দেশে; খন্ড খন্ড পারাপারে আর খন্ড খন্ড বসত ঘরে । নেমে এসে পায়রা ওড়াও; যে আকাশে মুক্তি মেলে। নেমে এসে হৃদয় বানাও ; যে হৃদয়টা মানুষেরই থাকে।

ঈশ্বর তুমি নেমে এসো নেমে এসে দমকা হাওয়ায়, লন্ড ভন্ড বারিধারায়, পাহাড় টাকে মুচড়ে দাও। ভেঙ্গে দাও সদর দরজা, হিপোক্রিটদের সব কলকব্জা, অমানুষদের শেষ হাসিটা এক ফুঁতে উড়িয়ে দাও। ঈশ্বর তুমি নেমে এসো নেমে এসো এই মর্ত্যলোকে, চাই না যেতে স্বর্গলোকে। সূর্য যেমন চাঁদটাকে ভালবাসে সব আধার কেড়ে ; বলে দাও সূর্যটাকে বাসতে ভাল এই মানুষ জন কে। ঈশ্বর তুমি নেমে এসো নেমে এসো এই সবুজ দেশে।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।