আমাদের কথা খুঁজে নিন

   

নবাব ভাই জবাব চাই?

আসুন,সরকারী কর্মচারীদের ঘুষগ্রহণসহ সকল দুর্নীতিবন্ধে সর্বাত্মক সহায়তা করি। কারন সরকারি কর্মচারীরা দেশপরিচালনার হাতিয়ার। তারা যদি না হয় দক্ষ ও সততার অধিকারী, আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাংণাদেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করার কাজটি হবে সুদূরপরাহত। শাহ আলম বাদশা তুমি বড় রাজনীতিবিদ তোমার ছেলে ডাক্তার রাজনীতিতে পচলো শুধুই আমার ছেলে আক্তার? তোমার ছেলে বিদেশ পড়ে এবং ভালো চাকরি করে; রাজনীতি কী জানলো না সে টাকাও পাঠায় মাসে মাসে। আমার ছেলেই নষ্ট হলো বাঁচার তো নেই ফাঁক তার। তোমার ছেলে ডাক্তার।। তোমার মেয়ে ইঞ্জিনিয়ার রাজনীতি তো করলো না চুলোচুলি, কিলাকিলি করেও তো সে মরলো না! আমার ছেলে খোকার মেয়ে ভার্সিটি আর কলেজ গিয়ে; হচ্ছেটা কী, জবাব চাই-- রাজনীতিবিদ, নবাব ভাই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.