আমাদের কথা খুঁজে নিন

   

যে বোঝার সেই বোঝ

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে যে বোঝার সেই বোঝ চতুর্দিকে ভীষণ কাল এই অন্ধকারের রাত সারা রাস্তায় লোভাতুর কিলবিল করাল থাবার হাত হাতের রেখায় সঁপে দিলে তকদির সব দায় যায় ঘুচে ছদ্মবেশটা অমৃতের হলে গরলটাও রোচে গরলেও নেই অরুচি এখন আর ফরমালিনের জোরে ঘরের শান্তি পাচার না হয় পাছে পাহারা দিচ্ছে চোরে চোর পুলিশের শত্রু শত্রু খেলা তাল গাছ যার যার গ্যালারির বেড় বর্গমাইলে হয় ছাপ্পান্ন হাজার হাজার মিলন হাজার রাজীব মরে জানতে পায়না লোকে ডিংকা চিকার ডিমান্ড বেড়েই চলে সাধের চাঁদনী চকে চক চক করে ক্লো’জ আপ হাসি ঠিক স্বর্ণ হয়েই যায় বোকা নির্বোধ বিশ্বাস দোল খায় অবিশ্বাসের হাওয়ায় হাওয়া বদলেই যাওয়া যাক তবে চল এখানে গুমোট বড় প্রশ্বাসে তুমি একবার ছুঁয়ে দিয়ে আমার হাতটা ধর হাতের রেখায় নতুন আল্পনার একটু আঁচড় দিও বন্ধু তমার যাত্রা শুরুর দিনে আমায় সঙ্গে নিও

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.