আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম : ভুল বোঝার কারণে যা হচ্ছে

মেঘের সাথে ভাসতে থাকা স্বপ্নগুলো হঠাৎ থেমে যায়

ইসলাম সম্পর্কে ভুল ধারনার কারনে আজ আমরা পূর্ণাঙ্গ ইসলাম থেকে সরে এসে আংশিক ইসলাম গ্রহন করেছি । পরিচয় দেওয়ার সময় গলাটা বাড়িয়ে ঠিকই বলি আমরা মুসলমান । নামের আগে মোহাম্মদ বসাই আর নামের শেষে বসাই আহমেদ আর দাত কেলিয়ে বিশ্বের নিম্নতম গালাগালি দিয়ে উপস্থাপন করি মুসলিম হিসাবে । আর যারা এইভাবে লেখালেখি করি তারা মুসলমান না হয়েও সোচ্চার কন্ঠে বলি আমরা মুসলমান । '72 সালে একদল কিছু আলেমকে হত্যা করেছিলো ।

হত্যার পর মিলাদ পড়িয়েছিলো আরেকদল আলেম । মিলাদের পরে নিজেরদের জন্য এক প্যাকেট মিষ্টি আর ভাগ্যে থাকলে বাড়ীর বউ-বাচ্চার জন্য আর 2 প্যাকেট নিয়ে গিয়েছিলো । আজকে আমরা যারা পূর্ণাঙ্গ ইসলাম থেকে সরে এসে কি করতেছি ? আমরা নামাজ পড়তেছি , রোযা রাখতেছি , কোরবানী শেষে কোরবানীর চামড়া গরীবদের দান করতেছি কিন্তু রাজনীতির ব্যাপার উঠলেই মুখ খেচিয়ে উঠি । এই একটা ব্যাপার নিয়েই মেতে উঠি রক্তের খেলাতে । বড় বড় কথা বলে হই নেতা পরে যেয়ে গদি দখলের জন্য করি মানুষের সাথে ধান্দাবাজী ।

আর আমরা এভাবেই উপস্থাপন করি অন্য ধর্মের মানুষের উপর । করি ইসলামের অনুসারী হিসাবে । তাহলে মুসলমান খারাপ হবে নাতো খারাপ হবে অন্য ধর্মের মানুষ? আজ দেশে কি হচ্ছে । মুসলমানেরাই মারতেছে মুসলমানদের । দেশের সবগুলো বুদ্ধিজীবিই হলো মুসলমান ( নামধারী ! ) আর এনারা জন্মগ্রহন করেছেনও সম্ভ্রান্তমুসলিম পরিবারে ! আজ আমরা জিহাদ বললে বুঝি যুদ্ধ , মুসলিম সংস্ক্তি বাদ দিয়ে গ্রাহন করি পাশ্চাত্য সংস্ক্তি ; কোরানের এক আয়াতের এক মানে থাকলে সেটা নেই সম্পূর্ণ উলটোভাবে ।

আমরা বড় বড় সায়েন্টিস্ট হই । মোটা মোটা হাজার হাজার প্ষ্ঠার বাংলা আর ইংলিশ বই ঘাপিয়ে পড়ে মুখে ফানা তুলে দেই । কিন্তু একটিবার কি ভাবি সূরা ইয়াসীনের সেই আয়াতটি : "এটি বিজ্ঞানময় কোরআন "। যারা এরকম আংশিক ইসলাম পালন করি তারা একটিবার মনদিয়ে বুঝে কোরআনটি পড়ে দেখেনতো । তারপর বলেনতো কোরানের কোন জিনিসটা খারাপ ?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.