আমাদের কথা খুঁজে নিন

   

হারের বৃত্তবন্দি বাংলাদেশ !

বাংলাদেশের খেলাধুলায় এখন শনির দশা। অন্তত ফল দেখে তো তাই মনে হয়। ১৪ মাস পর টেস্ট খেলতে নেমেই ১৩১ রানের বড় পরাজয়। তাও আবার ৬ বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করা জিম্বাবুয়ের কাছে। কিন্তু হারারে ম্যাচে বড়দের মতো বাংলাদেশ জাতীয় একাডেমী দল হেরেছে দক্ষিণ আফ্রিকা জাতীয় একাডেমী দলের কাছে।

মাত্র ১১০ রানে একাডেমী দল অলআউট হয়ে গেলে ৬ উইকেটে সহজেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকার জাতীয় একাডেমী দল। সম্প্রতি অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপেও হেরেছে বাংলাদেশ। ক্রিকেটের মতো ফুটবলেও তারা কিছুটা ভাগ্যবিড়ম্বনার শিকার। সাফ ফুটবল সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ম্যাচের ৮৮ মিনিট গোলশূন্য থাকার পর ৮৯ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠায়।

এরপর অতিরিক্ত সময়ে আরও একটি গোল হজম করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। ফলে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে তারা। সাকিব আল হাসানরা অবশ্য জিম্বাবুয়ে সফর শুরু করেছিলেন ফেভারিট হিসেবেই। একটানা ৬ বছর টেস্ট ক্রিকেটের বাইরে ছিল জিম্বাবুয়ে। তার ওপর বাংলাদেশ সফরেই জিম্বাবুয়েকে অনায়াসে হারিয়েছিলেন সাকিবরা।

তাই ভাবা হচ্ছিল হারারে টেস্টে না জিততে পারলেও অন্তত হেরে যাবে না বাংলাদেশ দল। কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। প্রথম দিন থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের মুঠোয় নিয়ে বাংলাদেশকে ১৩১ রানের বড় ব্যবধানে হারাল জিম্বাবুয়ে। ফুটবলে অনূর্ধ্ব-১৬, ক্রিকেটে একাডেমী ও জাতীয় দলের হার দেখে মনে হচ্ছে বাংলাদেশের জন্য এখন চলছে হারের মৌসুম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.