যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংগঠনিক দুর্বলতার কারণেই উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ খারাপ ফল করেছে।
তিনি আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, সাংগঠনিক দুর্বলতা বিষয়ে আমাদের বিশ্লেষণ করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে সরকারের মাঝে হারিয়ে যায়। হওয়ার কথা ছিল সরকার আওয়ামী লীগের মধ্যে হারিয়ে যাবে।
কিন্তু আমাদের এটা হয় না। এ কারণেই আমাদের উপজেলা নির্বাচনের ফল এত খারাপ হয়েছে।
তিনি বলেন, উপজেলা নির্বাচন নিয়ে আমরা খুশি, কিন্তু পুরোপুরি তৃপ্ত নই। খুশি এ কারণে যে, আমরা উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে পেরেছি। কিন্তু আত্মতৃপ্ত নই, কারণ আমরা এ নির্বাচনে ভালো করতে পারিনি।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।