আমাদের কথা খুঁজে নিন

   

বার্সাকে হারের স্বাদ দিল ভ্যালেন্সিয়া

ন্যু ক্যাম্পে টানা ২৫ ম্যাচ হারেনি বার্সেলোনা। এই রেকর্ডটাকে আরও উপরের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। কিন্তু পরশু রাতে কাটালানদের মর্ত্যে নামিয়ে আনে ভ্যালেন্সিয়া। ১০ জনের বার্সাকে ৩-২ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। এই হারে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে যাওয়ার আশঙ্কা হয়েছে দলটির।

গতকাল রাতে যদি অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ জিতে যায়, তাহলে লা লীগার পয়েন্ট তালিকার শীর্ষে অ্যাথলেটিকো। অ্যাথলেটিকোর পয়েন্ট ৫৪। তবে ম্যাচ খেলেছে একটি কম। গতকাল রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পেলে অ্যাথলেটিকোর পয়েন্ট হবে ৫৭। অ্যাথলেটিকো বিলাবওয়ের বিপক্ষে জয় পেলে রিয়ালের পয়েন্ট হবে ৫৬।

লা-লীগায় টানা ৫৯ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে বার্সেলোনার। সেটা ভাঙ্গার সুযোগ রয়েছে মাদ্রিদের দুই ক্লাবের। ন্যু ক্যাম্পে গতকাল শুর'টা ভালো ছিল স্বাগতিকদের। ছয় মিনিটে বার্সার মেঙ্কিান স্ট্রাইকার অ্যলেঙ্সি সাঞ্চেজ এগিয়ে নেন দলকে। কিন্তু এই এগিয়ে যাওয়াকে কাজে লাগাতে পারেনি বার্সা দুর্বল রক্ষনভাগের কারনে।

প্রথমার্ধের বিরতির বাঁিশ বাজার দুই মিনিট আগে ভ্যালেন্সিয়ার পক্ষে সমতা আনেন ড্যানিয়েল প্যারেনহো। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের শুর'তেই ন্যু ক্যাম্পে উপস্থিত বার্সার দর্শকদের হতবাক করে দেয় ভ্যালেন্সিয়া। ৪৮ মিনিটে গোলসংখ্যা দ্বিগুন করেন পাবলো পিয়াত্তি। ছয় মিনিট পর স্বাগতিকদের খেলায় ফেরান দলের 'প্রান ভোমড়া' লিওনেল মেসি।

পেনাল্টিতে সমতা আনেন আর্জেনন্টাইন স্ট্রাইকার। ৫৯ মিনিটে আবারও কাটালানদের স্তব্ধ করে দেয় ভ্যালেন্সিয়া। ফ্রান্সিসকো আলকাসার গোল করে ভ্যালেন্সিয়ার জয় নিশ্চিত করেন। বাকি সময় ম্যাচের নিয়ন্ত্রন রেখেও গোল শোধ করতে পারেননি মেসিরা। এরমধ্যে ৭৮ মিনিট দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান জর্ডি আলভা।

সেই সুযোগটাকে পরবর্তীতে কাজে লাগায় ভ্যালেন্সিয়া। রক্ষনভাগকে শক্তিশালী করে ম্যাচ জিতে মাঠছচাড়ে অতিথিরা। খেলা শুরুর আগে স্পেন জাতীয় দল ও বার্সেলোনার সাবেক কোচ লুইস আরাগোনেসের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.