আমাদের কথা খুঁজে নিন

   

➳সুন্নত তরিকায় হাত পায়ের নখ কাটার নিয়ম

Good things come to those who wait সুন্নত তরিকায় হাত পায়ের নখ কাটার নিয়ম জানি, কিন্তু মাঝে মাঝে ওলট পালট হয়ে যায়। আশা করি এখন সমস্যা হবে না। প্রথমে শুরু করতে হবে ডান হাত থেকে: ১ নং এ কাটতে হবে ডান হাতের শাহাদাত আঙ্গুলের নখ (fore finger) ২ নম্বরে কাটতে হবে ডান হাতের মিডিল ফিঙ্গারের নখ ৩ নং এ কাটতে হবে ডান হাতের রিং ফিঙ্গারের নখ ৪ নং এ কাটতে হবে ডান হাতের স্মল/ ছোট/ কানি/ কেনি আঙ্গুলের নখ। এবার শুরু করতে হবে বাম হাতে নখ কাটা: ৫ নং এ কাটতে হবে বাম হাতের স্মল/ ছোট/ কানি/ কেনি আঙ্গুলের নখ। ৬ নং এ কাটতে হবে বাম হাতের রিং ফিঙ্গারের নখ ৭ নং এ কাটতে হবে বাম হাতের মিডিল ফিঙ্গারের নখ ৮ নং এ কাটতে হবে বাম হাতের শাহাদাত আঙ্গুলের নখ (fore finger) ৯ নং এ কাটতে হবে বাম হাতের thumb nail/ বৃদ্ধা / বুড়া/ আঙ্গুলের নখ এরপর আবার আসতে হবে ডান হাতে।

যেখানে ডান হাতের thumb nail/ বৃদ্ধা / বুড়া/ আঙ্গুলের নখ কাটা বাকী আছে। এই সেই নখটি এবার কাটতে হবে। ১০ নং এ কাটতে হবে বাম হাতের ডান হাতের thumb nail/ বৃদ্ধা / বুড়া/ আঙ্গুলের নখ। পায়ের নখ কাটার ক্ষেত্রে: ডান পায়ের স্মল/ ছোট/ কানি/ কেনি আঙ্গুল থেকে শুরু করে বাম দিকে যেতে হবে এবং শেষ করতে হবে বাম পায়ের স্মল/ ছোট/ কানি/ কেনি আঙ্গুল এ গিয়ে। বুঝতে সমস্যা হলে, ছবি দেখার পর আশা করি বুঝতে আর সমস্যা হবে না।

পোস্টটি আমার জিগির দোস্ত তানভির কে উৎসর্গ করা হল এবং তাদের জন্যও যারা রাসূল (সাঃ) এর সুন্নত মত নিজের জীবন গড়তে চায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.