আমাদের কথা খুঁজে নিন

   

খেজুর এবং সুন্নত বিষয়ক আমার টু সেন্টস্‌



নবীজি(সঃ) যেটা নিজে থেকে নিয়মিত করতেন এবং অন্যদের করতে উৎসাহ দিয়েছেন সেটা সুন্নত। আর আল্লাহ যেটা করতে আদেশ করেছেন সেটা ফরজ। নবীজি(সঃ) উটে চড়তেন, তাই বলে এখন আমরা কি উট আমদানী/রপ্তানী করতে শুরু করব? বাস, গাড়ী, সাইকেল, প্লেন, ট্রেন বাদ দিব? নবীজি(সঃ) তাবুতে থেকেছেন, সত্যি কথা বলেছেন, সৎ ব্যবসা করেছেন। আমরা এটার কোনটা করি? নবীজি(সঃ) ভাষন দিতেন খালি গলায়, মাইক ছাড়া ভাষন এখন কে দেয়? নবীজি(সঃ) দাঁত পরিস্কার রাখতেন; মিসওয়াক করতেন, খিলাল করতেন পেস্ট ব্যবহার করতেন না। আমরা কি করি? নবীজি(সঃ) ইটালিয়ান পিৎযা খান নাই, মেক্সিকান টাকো খান নাই, বাংলাদেশি খিচুরী খান নাই তিনি খেয়েছেন রুটি, খেজুর ইত্যাদি।

নবীজি(সঃ) নারী পুরুষ নির্বিশেষে শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলেছেন। নবীজি(সঃ) প্রথম বিয়ে করেছিলেন তাঁর থেকে ১৫ বছর বেশী বয়সী একজন বিধবা মহিলা কে। এই ব্লগের কোন জেহাদী মুসলিম ভাই জেনেশুনে স্বেচ্ছায় ২৫ বছর বয়সে ৪০ এর কোন মহিলাকে বিয়ে করেছেন, জানতে মনটা আঁকুপাকু করছে। আরো জানতে মন চায় কে কোন বিগত যৌবনা, স্বামী পরিত্যক্তা, বিধবা, অসহায় নারীকে বিয়ে করেছেন, সম্মান দিয়েছেন। আছেন কোন দ্বীনদার ভাই? কোন আলেম? কোন ব্লগ মুজাহিদ? থাকলে আওয়াজ দিন।

আমরা যখন কাউকে ভালবাসি তাকে ভালবেসে তার কিছু ব্যবহার নিজের জীবনেও প্রতিফলিত করে তাকে সম্মান দেখাতে ভালবাসি। এটার প্রাপক হতে পারে আমাদের মা, বাবা বা অন্য যে কেউ। কোন নেতা, কোন শিল্পী, টিচার বা অন্য কেউ। নবীজি(সঃ) রোজা শেষ হবার সাথে সাথে 'কিছু খেয়েছেন' ... এটাই মুখ্য। তিনি বাহনে চড়ে যাতায়াত করেছেন ... এই যাতায়াতের পদ্ধতিটাই আসল।

তিনি দাঁত পরিস্কার রাখতেন ... আপনি মিসওয়াক দিয়েও করতে পারেন বা ব্রাশ দিয়ে। পরিস্কার রাখাটাই কথা। তিনি বিয়ে করেছেন [অধিকাংশই অসহায় নারী] ... এখানে মেসেজ টা হচ্ছে, বিয়ে করুন লিভ টুগেদার না। শিক্ষাটাই লক্ষ্য এখানে, ইংলিশ/বাংলা বা আরবী মিডিয়াম না। আমার কাছে এগুলোই সুন্নত মনে হয়।

ইসলামিক চিন্তাবিদরা আরো ভালো বলতে পারবেন নিশ্চয়ই। আটা মোল্লারা না। ইসলাম এডুকেটেড মানুষের জন্যে যারা আলোকিত হতে পছন্দ করেন। তর্ক মানুষকে ইসলামের কাছে নিয়ে আসে, দূরে ঠেলে দেয় না। ধর্ম মানুষকে ভাগ করার জন্যে আসেনি বরং শত বিভক্ত জাতিকে একতাবদ্ধ করার প্রয়োজনেই এসেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।