গতকালের "বাংলাদেশ প্রতিদিন" পত্রিকায় একটা বিজ্ঞাপন
ইতিপূর্বে কমিশন্ড পদে কোচিং সেন্টার অনেক দেখেছি। এই প্রথম দেখলাম সৈনিকদের জন্য কোচিং। এটা কি ভালো উদ্দোগ নাকি খারাপ বলব কনফিউজড। সেনাবাহিনীতে অফিসারদের থেকে সৈনিক সংখ্যা বেশী। অফিসার পদে ভর্তিতে কোচিং ব্যবস্থা ও গাইড বই বাজারে অনেক আছে কিন্তু সৈনিকদের জন্য না ছিল কোন বই, না কোন কোচিং ব্যবস্থা।
অফিসার পদে যায় অপেক্ষাকৃত অবস্থাপন্ন ভাল ফ্যামিলির সন্তানরা যায়। সৈনিক পদে যায় অপেক্ষাকৃত গরীব ফ্যামিলির সন্তানরা। সেদিক বিবেচনা করলে উদ্দোগটি প্রশংসনীয়। যদি সত্যি এটা সৈনিকদের জন্য সেই উদ্দেশ্যে করা হয়। ভবিষ্যৎ বলবে তা কতটুকু গরীবদের কাজে লাগছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।