গংগা নদীর পারে এক সাধুকে ঘিরে জটলা।সবাই ভীড় করছে -এরকম সাধুসংগ পাবার জন্য,কেউবা মনের আশা পূরণ করার বাসনায়,কেউ বা অলৌকিক কিছু দেখার আশায়।চিত্তে সামান্যতম কাঁপণ নেই,বিরক্তি নেই,স্মিত সৌম্য সাধু সবার কথাই শুনছেন মনযোগ দিয়ে।শ্রুতি আছে উনি বসে থেকেই গংগার এপার থেকে ওপাড়ে চলে যেতে পারেন বসে থেকে-এটা উনার দীর্ঘ ত্রিশ বছর সাধনার ফল। একজন অতি সাধারণ মানুষ এরকম ধারা জটলা দেখে এগিয়ে গেলেন,শুনলেন উনার অলৌকিক ক্ষমতার কথা।শুনে বললেন,"লাভ কি এরকম করে নদীর ওপাড় যেয়ে?হারান মাঝি কে এক সিকি দিলেই তো পার করে দ্যায়"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।