আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা খুজি

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । কবিতা তোমায় খুজছি আমি ভীষণ নীরবতায় উড়িয়ে দেয়া পেজোতুলো উদাস বনের হাওয়ায় । ইলশেগুড়ি বৃষ্টিচুরি কোথায় তোমার বসতবাড়ি ? রোদের ভাজে সুযোগ বুঝে এলোমেঘ নেয় তোমায় খুজে । নাকি তুমি যুগ ফেরারী তোমার সাথে তাইতো আড়ি ।

আমার জীবন করিয়া হরণ নিজেরই তৃণ করেছ রোপণ । ঝলসে হৃদয় হচ্ছে বুড়ি চলে এসো আজ তাড়াতাড়ি । নির্ঘুম কত বেদনাহত রাত্রি পালায় প্রতিনিয়ত । একি অনুভূতি প্রকাশের রীতি কষ্ট যেন আজ জীবনের সাথী । তবু বল আসবে কবে ? ঝরে যাওয়া কলমের নিভে ।

আমার প্রিয়ার উপমা হয়ে সুপ্ত কথা ব্যাক্ত হয়ে । সবাই না হয় বলুক পাগল তবু তোমার জন্য ক'ফোটা জল । রণ্ধ্রে রণ্ধ্রে তোমার ছন্দে সব পিছুটান ছাড়ি আনন্দে । হয়তো পাবনা বলার মত একটা জীবন সুখ আহিত । তবু আমি তাতেই খুশি থাক যদি আমার পাশে ।

কবিতা আঁক জীবনের ছবিটা বিবর্ণ হয়ে যে তা বড় সাদামাটা । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.