আমাদের কথা খুঁজে নিন

   

তাহরির স্কয়ারের আন্দোলন ছড়িয়ে পড়ল তেল আবিবে!

মিশরের তাহরির স্কয়ারের মত তেলআবিবে বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল তেল আবিবসহ ইসরাইলজুড়ে প্রায় তিন লাখ মানুষ বিক্ষোভ করেছে। অনেকে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছে। জীবনযাত্রার ব্যয় কমানো এবং খাদ্য ও বাসস্থান সহজলভ্য করার দাবিতে বিক্ষোভকারীরা আন্দোলনে নেমেছে। বিক্ষোভকারীরা বলছেন, জীবনযাত্রার ব্যয় এত বেশি বেড়েছে যে, বেতনের অর্থে তারা মৌলিক চাহিদা ও শিশুদের লালন-পালন খরচ মেটাতে পারছে না।

এ পরিস্থিতিতে এসব বিক্ষোভকারী মধ্যপ্রাচ্যের দেশগুলোর জনপ্রিয় গণজাগরণ থেকে উৎসাহিত হয়ে আন্দোলনে নেমেছে। কেউ কেউ একে বিপ্লব বলে আখ্যা দিয়েছে। দেখুন তিউনিশিয়া, ইয়েমেন, মিশর, লিবিয়া যে গণআন্দোলন চলছে তা গ্রীস, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের জনগণকে প্রভাবিত করেছে। এখন ইসরাইলের জনগণের মধ্যেও তা ছড়িয়ে পড়ল। স্বৈরাচারদের বিরুদ্ধে জনজাগরণ সব দেশে ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.